বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০টাকা মূল্যমানের লাল নোট ৩০ মে ২০২২ থেকে অচল হিসেবে গণ্য হচ্ছে মর্মে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্লাটফর্মে সম্পন্ন মিথ্যা গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার (১১ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন এন্ড পাবলিকেন্সের মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র) জী এম আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০টাকা মূল্যমানের লাল নোট অচল হিসেবে কোন ঘোষণা করা হয়নি। তাই জনসাধারণ কে গুজব ও বিভ্রান্তিকর তথ্য আমলে না নিতে অনুরোধ জানানো হয়েছে।
high
Сезон
676
онлайн сериал