সোনাইমুড়ী থানা এলাকার কুখ্যাত মাদক চোরাকারবারি শাহাদাত হোসেন প্রকাশ দুদু (৩৫) কে গত সোমবার রাতে থানা পুলিশ গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ০৪কেজি গাঁজা, ২৮বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এই ব্যাপারে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। এছাড়া সোনাইমুড়ি থানার বিভিন্ন মামলায় আরো ৩জনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- জয়ানল আবেদীন, ফয়েজ আহম্মদ ও মো. আবুল কাশেম।
থানার ওসি হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃত আসামীদের গতকাল মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরন করা হয়েছে।
Смотреть онлайн сериалы