নোয়াখালীর সোনাইমুড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করা অবস্থায় দুই মাদক ব্যসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ফেনীর সরিষাদি ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে আব্দুর লতিফ (৩৮) এবং চট্রগ্রামের ফটিকছড়ির নানুপুর গ্রামের রঞ্জিত শীলের স্ত্রী পাপড়ি শীল (৩০)। পুলিশ আব্দুর লতিফ থেকে ৪শত পিছ ও পাপড়ি শীল থেকে ৮শত পিছ সহ মোট ১হাজার ২শত পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
থানার ওসি হারুন অর রশিদ জানান, এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
sweet
Смотреть онлайн сериалы