নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন -বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার চারুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে নজরুল ইসলাম (৩৪), একই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্বাস উদ্দিন (৫৫) ও আব্দুল মুনাফের ছেলে জাকির হোসেন (৪০)। গতকাল রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুমিল্লা থেকে মাদকের একটি বড় চালান নিয়ে নোয়াখালী অভিমুখে রওয়ানা হয়েছে। তারা সোনাইমুড়ী থানাধীন সোনাইমুড়ী পৌরসভা এলাকার কুমিল্লা-নোয়াখালীগামী মহাসড়কের দ্বোস্বিমপাড়া গ্রামের কলাবাগান এলাকায় অবস্থান করছে। পরে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালায়। এ সময় দুইটি নীল রংয়ের প্লাস্ট্রিক ড্রামসহ সেখানে তিনজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাস্ট্রিকের ড্রামের পাশে অবস্থানরত লোকগুলি দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে গ্রেফতার করে।
সোনাইমুড়ি থানার ওসি মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের সোমবারে আদালতে প্রেরণ করা হয়েছে।
Смотреть
очень странные дела 5 сезон