নোয়াখালীর সোনাইমুড়ি থানা পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়াগ কলেজ গেইটের আদিবা কনফেকশনারীতে অভিযান চালিয়ে ১৪ বোতল হুইসকী ও ৩ বোতল ভোদকা সহ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে চাঁদপুরের শাহরাস্তী নিজ মেহার বর্ধন বাড়ির উত্তম কুমার পাল (৫২) ও মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানাধীন হাসাইল গ্রামের রায় বাড়ির অজয় রায় (৩৩)।
সোনাইমুড়ি থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্বে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং বুধবার (১০ আগস্ট) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।
мучить
бесстыжие смотреть 1 сезон