নোয়াখালীর সোনাইমুড়ি থানা পুলিশ গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাষীরহাট বাজার থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ করে। গ্রেফতারকৃত যুবক কুমিল্লার পাচথুবীর কেরানীনগর গ্রামের সর্দার বাড়ির মৃত. মোহন মিয়ার ছেলে মোঃ পাবেল হোসেন (২৫)।
থানার ওসি হারুন অর রশিদ জানান, এব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে এবং সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়।
то бишь
Сериал
2028
женщина халк смотреть онлайн бесплатно