নোয়াখালী জেলার সোনাইমুড়ির মোতালেব প্লাজায় এনআরবি ব্যাংকের উপশাখা বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান ও ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান প্রধান অতিথি খন্দকার রুহুল আমিন উদ্বোধন করেন। এনআরবি ব্যাংকের হেড অফিসের প্রধান কর্মকর্তা মো. অলি আহাদ চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন, পৌর মেয়র নুরুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, এনআরবি ব্যাংকের পাল্লা শাখার ম্যানেজার মো. মহসিন, সোনাইমুড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ। উদ্বোধনী সভা পরিচালনা করেন এনআরবি ব্যাংকের সোনাইমুড়ি শাখার ম্যানেজর মো. খায়রুল ইসলাম।