নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় আমিশাপাড়া আধুনিক হাসপাতাল শনিবার (১৬ জুলাই) দুপুরে উদ্বোধন করেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দৈনিক বাংলা ও দৈনিক গনকন্ঠের সম্পাদক টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু।
উদ্বোধনকালে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু বলেন, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলস্বরূপ স্বাস্থ্য সেবা এখন মানুষের দোর গোড়ায় পৌছে গেছে। তিনি আশা প্রকাশ করেন আমিশাপাড়া আধুনিক হাসপাতাল এ অঞ্চলের মানুষের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে।
ডাঃ সোহরাব ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, দেওটি ইউ.পি চেয়ারম্যান নুরুল আমিন শাকিল সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
фургончик дядюшки мокуса