চাটখিল প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য দৈনিক ভোরের ডাক পত্রিকার চাটখিল সংবাদদাতা মুক্তার হোসেন মুক্তার আকস্মিক মৃত্যুতে প্রেস ক্লাবের ৩দিন ব্যাপী কর্মসূচীর শেষ দিনে আজ মঙ্গলবার সন্ধ্যায় চাটখিল প্রেস ক্লাবে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শোয়েব হোসেন ভুলু এর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক দিদার উল আলম, প্রফেসর দ্বীন মোহাম্মদ, গুলজার হোসেন সৈকত, মামুন হোসেন ও জসিম মাহমুদ।
বক্তারা সবাই সাংবাদিক মুক্তার হোসেনের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে তার আত্মার মাগফেরাত কামনা করেন। সভা শেষে মাওলানা মফিজুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন।
сайт автор 24
сайт автор 24
автор 24 официальный
60
ментальный
наконец-то