ষ্টাফ রির্পোটার:
নোয়াখালী জেলার চাটখিলের দক্ষিণ দেলিয়াই হাশেমিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন গতকাল রোববার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদন্ধিতায় চাটখিল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার চাটখিল-সোনাইমুড়ি সংবাদদাতা মো. শোয়েব হোসেন বুলু নির্বাচিত হয়েছেন। উপজেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ হলেন, অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন, মাজারুল হক ও মো. হোসেন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেমা বেগম, প্রতিষ্ঠাতা সদস্য হাজী মো. গোলাম মোস্তফা, দাতা সদস্য সালমা খানম, মাদ্রসা শিক্ষক প্রতিনিধি আবুল বাশার, মো. নোমান, মো. শাহাদাত হোসেন ও সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি গুলনাহার শিরিন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর শোয়েব হোসেন বুলু নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মাদ্রাসার উন্নয়নে সকল সহযোগিতা প্রদানের আহ্বান জানান। তাছাড়া সাংবাদিক শোয়েব হোসেন বুলু কে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগটনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
пресловутый
профурсетка
Все сезон и серии
63