দৈনিক সমকাল পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ারুল হায়দারের মা সাদিয়া আক্তার (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার রাতে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। গতকাল মঙ্গলবার দুপুরে মরহুমার জানাযা শেষে তার চাঁদপুর জেলার সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
তার মৃত্যুতে চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. শোয়েব ভুলু সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
шовинизм
финита ля комедия
Сезон
бесстыжие смотреть 1 сезон 1 серия
аслан бижоев национальность