বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও আওয়ামীলীগ নেতা অলিউর রেজা চৌধুরী (৮৩) গতকাল রোববার বিকেলে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। সোমবার সকালে তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল পৌরসভার দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা শেষে দৌলতপুরস্ত পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার বড় মেয়ে ডাঃ আমেনা সুলতানা বঙ্গভবনে শিশু কনসালন্টেট হিসেবে কর্মরত রয়েছেন।
তার মৃত্যুতে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাধারন সম্পাদক শোয়েব হোসেন ভুলু, চাটখিল পৌর সভার প্যানেল মেয়র সাজ্জাদ বিন ইউসুফ গভীর শোক প্রকাশ ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
несмотря на
2000
актриса сыгравшая геру в сватах