চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের সাবেক অধ্যাপক আবদুল মতিন (৮৫) গতকাল বৃহস্পতিবার রাতে তার আবুতোরবনগর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে আবুতোরাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে যান। তার বড় ছেলে ফারুক সিদ্দিকি ফরহাদ চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাধারন সম্পাদক শোয়েব হোসেন বুলু, সহ-সাধারন সম্পাদক গুলজার হোসেন সৈকত, স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহদুম হোসেন তরুন, চাটখিল মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম সহ শিক্ষকবৃন্দ।
согласованно