চাঁদপুরের শাহরাস্তির পূর্ব চিতোষী ইউনিয়েনের চিতোষী নরহ সড়কে গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২ টার সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ঘটনাস্থলে ড্রাইভার সহ ৫ জন নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হচ্ছে হাসনাবাদ গ্রামের খোকন মেম্বারের ছেলে তুষার, নরপাইয়া গ্রামের খোশাল বাড়ির রফিকের ছেলে শাকিব, মনোহরগঞ্জের জাকির হোসেনের ছেলে রেজাউল করিম, যশোর উপজেলার আবুল খালেকের ছেলে নয়ন ও ঢাকা গাজীপুরের ড্রাইভার মোঃ সাগর।
শাহরাস্থি থানার এসআই মো. শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা সবাই একটা বিয়ের অনুষ্ঠান থেকে আসার পথে গাড়িটি উল্টে পুকুরে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।