রুবেল হোসেন (পূর্বশিখা ডেস্ক) রিপোর্ট:
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী নুর হোসেন সাগর (২৬) গ্রেফতার হয়েছে। বুধবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বশিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি এলজি, ১টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।
র্যাব -১১ (সিপিসি-৩) কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাগর বশিকপুর ইউনিয়নের রফিক উল্যার ছেলে। সে মারামারি, দাঙ্গা-হামগা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে র্যাব অভিযান চালিয়ে তাকে অস্ত্র সহ গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করে।