রুবেল হোসেন (পূর্বশিখা ডেস্ক):
র্যাব-১১ (সিপিসি-৩) এর অভিযানে হত্যা মামলার পলাতক আসামি ৯ বছর পর মঙ্গলবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের দুর্লবপুর এলাকা থেকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আবদুর রহমান বাবুল (৩২) পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের তিতারকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে। র্যাব-১১ (সিপিসি-৩) এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক প্রতিহিংসার জেরে জনৈক নিশাত সেলিম হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় বাবলু গ্রেপ্তার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ওসি মোঃ সহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।