এদিকে পাঙ্গাসী ইউপিতে দলের মনোনয়ন পেয়েছেন নতুন মুখ মো. রফিকুল ইসলাম। বাদ পড়েছেন বর্তমান চেয়ারম্যান মো. আবদুস সালাম। ধুবিল ইউপিতেও দলের মনোনয়ন পেয়েছেন নতুন মুখ মো. মিজানুর রহমান তালুকদার। এ ছাড়া নলকা ইউপিতে মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক।
দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের কর্মী-সমর্থকেরা ফেসবুকে তাঁদের অভিনন্দন জানাতে শুরু করেন। অন্যদিকে মনোনয়নবঞ্চিতদের কর্মী-সমর্থকদের আবার ফেসবুকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
80
1036
жена путешественника во времени сериал
фильм наташик любовь петровна