নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকার মগ বাজার এলাকা থেকে গতকাল বুধবার রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ঐ আসামী সোনাইমুড়ী থানাধীন বারাহিনগর গ্রামের রফিক উল্যাহর ছেলে মোঃ ইউসুফ।
থানা সূত্রে জানা যায়, ২০১৯ সালে জিআর-১১৩৩/০৯, দায়রা-৯৬/১১ নম্বর মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৫,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ ইউসুফ দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে ছিলো। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করতে বিভিন্ন সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। থানার ওসি মোঃ জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।