জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় নেতা মুক্তিযুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন ভূঁইয়া (৭৪) বুধবার দুপুর ১টায় ঢাকার নাখারপাড়ায় তার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বিকেলে নাখালপাড়ায় ১ম জানাযা শেষে তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলের খিলপাড়ার দত্তেরবাগ দূর্লব ভূঁইয়া বাড়িতে মরদেহ আনা হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় খিলপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাযা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার জানাযায় দলীয় নেতৃবৃন্দ, ভক্ত ও শুভাকাঙ্খীদের অংশগ্রহনের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
https://replit.com/@woegszrvbarffzq cenforce
корпоратив
ништяк