আজ- বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ | ২২শে কার্তিক, ১৪৩১     

 আজ -বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪  | ২২শে কার্তিক, ১৪৩১ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬                                                   রাত ৮:২১ - মিনিট |

 

Homeভ্রমণবান্দরবানের নীলগিরি-নীলাচল বাংলাদেশের দার্জিলিং

বান্দরবানের নীলগিরি-নীলাচল বাংলাদেশের দার্জিলিং

প্রকৃতির অপরূপ রূপবৈচিত্র্যে অনিন্দ্য সুন্দর বান্দরবানকে বলা হয় ‘পাহাড়ি কন্যা’। মেঘ পাহাড়েরর মিলনস্থল বান্দরবানের নীলগিরি-নীলাচল যেন বাংলার দার্জিলিং। পাহাড় ও প্রকৃতি প্রেমীদের মতে, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নান্দনিক পর্যটন স্পটের নাম পার্বত্য বান্দরবান। মেঘলা, নীলাচল, নাফাখুম, দেবতাখুম, কেওক্রাডং, ডিম পাহাড়, স্বর্ণমন্দির, থানচি, চিম্বুক, বগালেক, শৈলপ্রপাত, তিন্দু, মারায়ন তং, নীলগিরিসহ আরো অসংখ্য দর্শনীয় স্থানের এক লীলাভূমি বান্দরবান।
করোনা মহামারির কারণে ভ্রমণ পিপাসুরা গত প্রায় ৫ মাস এ জেলার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারেনি। গত ১৯ আগস্ট থেকে খুলেছে সারা দেশের পর্যটন কেন্দ্রের পাশাপাশি বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র। খুলে দেওয়া হয়েছে হোটেল-মোটেল ও বিভিন্ন গেস্ট হাউস। পর্যটন কেন্দ্র খোলার সংবাদে বান্দরবানে আসতে শুরু করেছে ভ্রমণ পিপাসুরা। প্রথম দিন পর্যটকের সংখ্যা কম দেখা গেলেও শুক্রবার ও শনিবার হলি-ডে থাকায় ভ্রমণ পিপাসুদের সংখ্যা কিছুটা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান। তবে ব্যবসায়ীরা যে পরিমাণ পর্যটক আসার প্রত্যাশা করেছিল, সেরূপ পর্যটকদের উপস্থিতি নেই বিভিন্ন পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেলে। এখনো করোনা সংক্রমণের শঙ্কা এবং বর্ষা মৌসুম হওয়ায় বান্দরবানে এখনো পর্যটন ব্যবসা জমে উঠেনি বলে সংশ্লিষ্টরা বলছেন। তারপরও দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবানে বেড়াতে আসা পর্যটকরা প্রকৃতি ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য দেখে বিমোহিত।
বান্দরবান মেঘলা পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা পর্যটক নাছিমা জানান, করোনা আর লকডাউনে ঘরে থাকতে থাকতে অস্বস্তি বোধ করেছিলাম। তখন সকল পর্যটন কেন্দ্র খোলার সংবাদ পেয়ে বান্দরবান ছুটে আসলাম। সেনাবাহিনী পরিচালিত নীলগিরি, জেলা প্রশাসক পরিচালিত নীলাচল, মেঘলা, শৈলপ্রপাতসহ বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র ভ্রমণ করে আমরা খুবই আনন্দিত। তিনি বলেন, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এরই মধ্যে দেশি-বিদেশি পর্যকটদের কাছে বান্দরবান একটি অতি প্রিয় গন্তব্য হতে শুরু করেছে। সবুজের সমারোহে, পাহাড়ের নিস্তব্ধতায় প্রিয়জনদের নিয়ে একান্ত সান্নিধ্যে কয়েকটা দিন স্মরণীয় করতে অনেকেই অতিথি হন বান্দরবানে। অনেকের মতে, দক্ষিণ পূর্ব এশিয়ার নান্দনিক পর্যটন স্পটের নাম পার্বত্য বান্দরবান জেলা। বান্দরবানকে বাংলার দার্জিলিং বলা হলে অবশ্যই অত্যুক্তি হবে না।
সিলেট থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্র নীলাচল এলাকায় বেড়াতে আসা মো. রকিম বলেন, পর্যটনকেন্দ্র খোলার পরপরই বন্ধু আত্মীয় ও পরিবার নিয়ে বান্দরবান চলে আসলাম। ভ্রমণ করে বেশ ভালো লাগছে। প্রকৃতি আর সবুজের অপরূপ সৌন্দর্যে আমরা বিমোহিত। এত অপার দৃশ্য বাংলাদেশের কোথাও নেই। মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দরবানকে সবুজের সমারোহে অতুলনীয় করে সাজিয়েছেন।
পাহাড়ের কোল ঘেষে বয়ে চলা নদী সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী। পাহাড়ে সবুজের মেলা ও বয়ে চলা পাহাড়ি ঝর্ণা। নৃতাত্ত্বিক ১১টি জাতিগোষ্ঠীর পাহাড়ের গায়ে ছোট ছোট মাচাং ঘরে বসবাস। জুম চাষ, দিন শেষে ঘরে ফেরা, সন্ধ্যায় পাখির কলকাকলি মিলিয়ে রূপকথার কোনো কল্পকাহিনী মনে হলেও এর সবই রয়েছে বান্দরবানে।
বান্দরবানের আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ ও সাধারণত সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর পর্যটনকেন্দ্র খোলায় আমরা খুশি। তবে পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেল খোলা হলেও পর্যটন ব্যবসায়ীরা যেভাবে প্রচুর পর্যটক আসার কথা চিন্তা করেছিল, সেই পরিমাণ পর্যটক এখনো বান্দরবানে আসেনি। সাধারণত শীত মৌসুমে ভ্রমণ পিপাসুদের উপচেপড়া ভিড় থাকে। এখন বর্ষা মৌসুম ও দীর্ঘ ৫ মাস পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় পর্যটক কম আসাতে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। তারা দেশি-বিদেশি সকল পর্যটকদেরকে বান্দরবানের মোহনীয় সৌন্দর্য উপভোগ করার জন্য স্বাগত জানিয়েছেন।
ভ্রমণে আসা পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলে ভ্রমণের অনুরোধ জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপি, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবান সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক পি এস সি, জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতারসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোন এর ইনচার্জ মো. আমিনুল হক বলেন, বান্দরবানের পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেলে যারা অবস্থান করবে বা করছেন, তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সর্বদা মনিটরিং চলছে বলে তিনি জানান।

রিলেটেড আর্টিকেল

37 COMMENTS

  1. Q: What can I drink to have flat tummy?
    A: cheap viagra online free shipping australia Some news programme respecting meds. Skim facts now.
    In fact, finish to 70% of the men with ED in the scrutinize said they felt that they are letting their partner down, and more than 40% said their partners know they can no longer teach sex. Those feelings of self-consciousness and hot water often escort men to hide their requisite from their partners.

  2. People throughout Columbus and the surrounding areas have relied on our spa for assistance with chronic pain, scar tissue, rosacea, and other ailments. When you want some help with the aches and pains that are making you sore, call Hand & Stone to see how we can help you. We perform spa treatments to beautify our guests’ eyebrows, legs, and every other part of their bodies. From teenagers to men and women, we can adapt our services to the needs of a wide range of clients. Our spa services include: New to Hand & Stone? Let one of our Spa Associates help you book your massage or facial. Simply request a service below and we will reach out to assist you with the booking process. Hand & Stone is a place you can go when you want to look and feel your best affordably. We operate a full-service spa in Durham, NC, that handles a wide array of needs. Local residents come to us for a luxury experience, and people appreciate the professionalism we bring to every session. https://coachellavalley.us/community/profile/gregoryowens335/ Yes, you can choose either a talented male or female massage therapist for your treatment at Viva Day Spa. Please let us know your preference when you schedule your Austin massage treatment by phone. You can also select the gender of your massage therapist book an appointment online. So if you are looking for massage therapy near me, look no further. Let us help you relax and alleviate your stresses and pain. This restorative treatment focuses on soothing and relaxing sore muscles and stiff joints using various massage and stretching techniques. Using an Arnica oil blend for your therapeutic massage, your muscle tension is assessed and it is determined whether an application of natural remedies from Naturopathica, Alpine Arnica & Magnesium Gel or Sweet Birch Deep Muscle Rub, will best address your concerns. Our 90 minute treatment includes a Sweet Birch Magnesium Foot Soak.

  3. 用微信扫码二维码 1. 打开您的微信 Supreme 长年与知名户外品牌 Helinox 合作,今年推出了充满 Supreme 风格的露营长凳。Helinox 运用他们在这个领域的专业和优势创造具质感和舒适性的桌椅,并套用了 Supreme 指标性 Bogo 设计,欲寻得具潮流感的露营长凳,好友一同乘坐,这组 Helinox x Supreme 长凳将是你最好的选择。     Ԛ2ĪǰΒԸ·¢±ƪ¡°¹ؓڂICYCLEµā£¬B»õ·ֱ桱£¬²»¹ýΒϖԚ¿ɒԃ÷ȷµظ拟´£ϖԚʐæɏґ¾­ûӐ˹νµā£¬B»õ֮·ցˡ£´֔ڔڸ÷´õµꋹ²µ½µĕý¹棨·LJŅƣ©Bicycle£¨¼۸7-30Ԫ£©95%¶¼ʇÀ¹úƋ¿˹«˾£¨USPCC£©µĕýƷƋ¿˅ơ£ć5%ʇʲôĘ£¿¾͊ǖʁ¿²»¹ý¹صĴΆ·º͓¡ˢµ́ӵķ”솷¡£Β²Á˄ǃ´¶Īµąƣ¬´Ӏ´ûӐ³öϖ¹ýӐ¼ٻõµď֏Ѓ扏׮¶ൄ¾͊ǂEEµķ”솷º̓°ņ»õ£¬Ԛ´˲»¶˵£¬ַҪ½²µĊǂicycleƋ¿ˡ£ https://mixedpaws.dk/community/profile/kashaz373686423/ 角子机游戏又称为拉霸机游戏,在机器侧边有一个拉杆,拉杆和吃角子机器的按钮是一样作用的存在。游戏最好的压注方法就是按照它原本的规则直接押注,在藉由高手爆分技巧攻略,以拉霸机作为压注技巧的实验并进一步研究,不过多繁杂的计算或过多投注资金,利用方法玩家赢钱的机会将会大幅提升。 超级7是新出的,玩了一阵子,感觉这个也是只能短期玩,高倍数不容易中出!满贯奖金更是遥不可及,摇出画面全一样的图案,等死了可能都等不到!可玩性非常一般!但是小奖也会不停的出,出奖率还是蛮高的虽然倍数不大!可以娱乐! Web Video Series 玩角子拉霸机最重要的是,玩家要有明确的目标决定,并不是因为想要赢或者刺激而玩,必需要制定一个良好的游戏计划,严格遵守内容的条件,懂得止赢止损的合理规范,赢到或输到一定数量的筹码,那就要果断地离开,控制好自己资金的运用,这就是赢得老虎机的关键。

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস