করোনার ফাইজারের টিকা শীতাতপ নিয়ন্ত্রনে সংরক্ষনে রাখার জন্য নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি এসি (এয়ারকন্ডিশনার) প্রদান করেছেন।
গতকাল শনিবার (০৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহিদুল ইসলাম নয়নের নিকট এমপি’র প্রতিনিধি চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু এসি ২টি হস্তান্তর করেন। এই সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
889
рик и морти 6 сезон дата выхода