জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকীতে চাটখিলে আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, পৌর মেয়র মোঃ নিজাম উদ্দিন।গত মঙ্গলবার বাদ মাগরিব আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু সাদেক।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি ও হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ, চাটখিল পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী শাজাহান খান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আহসান হাবীব সমীর, চাটখিল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান লিটন, চাটখিল বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা যুবলীগ নেতা রাজীব হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুষার, ছাত্রলীগ নেতা রাহাত গাজী প্রমুখ।