নবাগত নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আজ বুধবার সকালে সোনাইমুড়ি উপজেলায় এবং বিকেলে চাটখিল উপজেলায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, শিক্ষক সমিতি, সাংবাদিক, ইমাম ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। বিকেলে চাটখিল উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রবিউল হাছান , চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান আনছারী, ইউ.পি চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ, চাটখিল প্রেস ক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারন সম্পাদক শোয়েব হোসেন ভুলু প্রমুখ।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, সবাই মিলে সম্মিলিতভাবে চাটখিল-সোনাইমুড়ি সহ নোয়াখালী জেলাবাসীর উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
সকালে সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে অনুরূপ মতবিনিময় সভা করেন।
Смотреть онлайн сериалы
смотреть фильм красавица и чудовище в хорошем качестве онлайн бесплатно
site