আসন্ন নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু সোমবার বিকেলে চাটখিলে এক মতবিনিময় সভা করেন। চাটখিল উপজেলা পরিষদের সভা কক্ষে জেলা আওয়ামীলীগ সদস্য মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সদস্য আহসান হাবীব সমীর ও মিথুন ভট্র, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, আবদুল্ল্যা খোকন, সোলায়মান শেখ, বাহার আলম মুন্সি, হাজী মানিক প্রমুখ।
মতবিনিময় সভায় আবদুল ওয়াদুদ পিন্টু উপস্থিত সকলকে আগামী ১৭ অক্টোবর তাকে ভোট দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত করার আহ্বান জানান। উল্লেখ্য নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আবদুল ওয়াদুদ পিন্টু ছাড়াও আরো দুজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন।