নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে “জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ” নীল প্যানেল থেকে সভাপতি ও সাধারন সম্পাদক পদ সহ ০৯পদে জয় লাভ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে রাতে ঘোষিত ফলাফলে সভাপতি পদে এ.বি.এম জাকারিয়া ও সাধারন সম্পাদক পদে আবদুল্যাহ মোঃ তাহের নির্বাচত হন।
অন্যান্য নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সামসুদ্দিন আহমেদ, সহ-সভাপতি মোঃ আলী হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মোঃ আবদুল কাইয়ুম দিদার, কোষাধ্যক্ষ তাকরীর হোসেন, গ্রন্থকার ও প্রকাশনা সম্পাদক মোঃ রহিম উল্যা, আপ্যায়ন নিজাম উদ্দিন হক, ক্রীড়া সম্পাদক এ.বি.এম ইউসুফ আশিক, সদস্য আলাউদ্দিন আলো, জানে আলম, মোজাম্মেল হোসেন, বোরান উদ্দিন, মামুনুর রশিদ।