দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে মনোনীতদের তালিকা রোববার (২৬ নভেম্বর) বিকেলে প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। প্রকাশিত এই তালিকায় নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে নৌকার মাঝি হয়েছেন একাদশ জাতীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম।
এইচ.এম ইব্রাহিম নোয়াখালী-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে প্রথমবার পরাজিত হন। তার পরবর্তীতে তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মত জাতীয় সংসদ সদস্য হন। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে বিজয়ী হয়ে দ্বিতীয়বার জাতীয় সংসদ সদস্য হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকে মনোনীত হয়ে তার রাজনৈতিক জীবনে মোট ৪বার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত হন।
তিনি আবারো দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানান।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন ২০২৪ সালের ০৭ জানুয়ারী (রোববার)।