আজ- রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ | ৫ই মাঘ, ১৪৩১     

 আজ -রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫  | ৫ই মাঘ, ১৪৩১ | ১৮ই রজব, ১৪৪৬                                                   বিকাল ৪:২২ - মিনিট |

 

Homeগ্রাম-বাংলানোয়াখালীতে জেলের জালে ১২ টি শাপলা পাতা মাছ ধরা পড়েছে

নোয়াখালীতে জেলের জালে ১২ টি শাপলা পাতা মাছ ধরা পড়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে ১২টি শাপলা পাতা মাছ। পরে মাছ গুলো ১ লাখ ৮ হাজার টাকায় কিনে নেয় হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে জেলেরা মাছ গুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে নিয়ে আসলে মাছ গুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমায়।

সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো. বাবু জানান, ৩/৪ দিন আগে জাহাজমারার মনির মাঝির জালে মাছ গুলো ধরা পড়ে। সোমবার সকালে মনির মাঝি ১লাখ ৮হাজার টাকায় মাছ গুলো বিক্রি করেন।

হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল জানান, গভীর সাগরে মনির মাঝির ইলিশের জালে ১২টি শাপলা পাতা মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। এরপর সোমবার সকালে তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন।

এরমধ্যে একটি শাপলা পাতা মাছ ছিল ৫৯ কেজি এবং আরেকটি ছিল ৪৮ কেজি ওজনের। এই দুটি মাছ প্রতি মণ ১৬ হাজার টাকায় হিসেবে বিক্রি করা হয়। বাকী ১০টি মাছ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।

রিলেটেড আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সংবাদ

রিসেন্ট কমেন্টস

JoyceEtedy on