নোয়াখালী যুব রেডক্রিসেন্টের পক্ষ থেকে চাটখিলে বুধবার রাতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসব শীতবস্ত্র চাটখিল উপজেলা টিম ৬০ জন অসহায় শীতার্ত ব্যক্তির মাঝে বিতরণ করে।
শীতবস্ত্র বিতরণকালীন উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা ইউনিটের দলনেতা ফজলে রাব্বি আবিদ, বিভাগীয় উপ-প্রধান রফিকুল ইসলাম রনি ও বিএম আল মেহেদী, চাটখিল উপজেলা টিমের বন্ধুত্ব বিভাগীয় প্রধান তারফিনা শাহনাজ রজব প্রমুখ।