দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বুধবার রাতে নোয়াখালীতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। আনন্দ মিছিল থেকে ঘোষিত তফসিল কে আওয়ামীলীগের নেতাকর্মীরা স্বাগত জানায়।
খোঁজ নিয়ে জানা যায়, চাটখিল পৌর শহরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার রাতে পৌর ভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একইভাবে সোনাইমুড়ী, বেগমগঞ্জ, সেনবাগ, জেলা শহর সহ জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করা হয়।