নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ডা. মোস্তফা -হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়েছে। এ উপলক্ষ্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপ্টেন এ.কে.এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া, সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.ইসমাইল হোসেন, ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবু সালেহ, গোলাম মর্তুজা, গোলাম মাওলা, দেউটি ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমিন শাকিল, নোয়াখলা ইউনিয়ন চেয়ারম্যান হাজী মানিক, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ, সিরাজুল ইসলাম (অবসর প্রাপ্ত শিক্ষক), বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক লামনগর একাডেমীর প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, ফাউন্ডেশনের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভা পরিচালনা করেন ফাউন্ডেশন কর্মকর্তা সলিম উল্যাহ। অনুষ্ঠানে চাটখিল-সোনাইমুড়ির সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে ২০৯জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সনদ পত্র ও নগদ ৪লাখ ১০হাজার টাকা বিতরণ করা হয়।