পূর্বশিখা রির্পোট:
সোনাইমুড়ি উপজেলার দেউটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে “ডা. মোস্তফা-হাজরা ফাউন্ডেশন বৃত্তি” প্রদান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ফাউন্ডেশনের সভাপতি ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেউটি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক গোলাম মাওলা, যুক্তরাজ্য প্রবাসী গোলাম মর্তুজা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালক মনির হোসেন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনসারী, বেল্লাল হোসেন, মনির হোসেন, মো.আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল হোসেন বাবুল প্রমুখ। সভায় চাটখিল সোনাইমুড়ি উপজেলার প্রায় সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সমাজ সেবক সলিমুল্লাহ।
সভায় চাটখিল-সোনাইমুড়ির মাধ্যমিক বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের মাঝে আগামী ১১ নভেম্বর “ডা. মোস্তফা-হাজরা ফাউন্ডেশন বৃত্তি” পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত হয়। সভা শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় গরিব-অসহায়দের মাঝে নগদ টাকা, সেলাই মেশিন বিতরণ ও স্থানীয় মসজিদ-মাদ্রাসায় আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
ডা. মোস্তফা হাজরা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান বিষয়ক মতবিনিময় সভা
রিলেটেড আর্টিকেল
надменный
831
бриджертоны сериал смотреть онлайн бесплатно в хорошем качестве
фильм про раково больную