প্রতি বছরের ন্যায় ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা শুক্রবার (১০ নভেম্বর) সকালে চাটখিল ও সোনাইমুড়ীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উভয় উপজেলার মাধ্যমিক স্তুরের ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে চাটখিল উপজেলার ২৬৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সকালে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষে ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষার আয়োজনের জন্য মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আগামীতে এই বৃত্তি পরীক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ সৃষ্টির পরামর্শ প্রদান করেন।
এসময় কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রণজিৎ দস্তিদার, ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মাওলা, জহিরুল ইসলাম, ফাতেমা আক্তার, চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামাল উদ্দীন, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বিএসসি সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।