ষ্টাফ রির্পোটার:
চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়েনর ঠাকুরদিঘীরপাড় কল্যান ফোরামের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোমবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ উপলক্ষ্যে করটখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জাফর আহমেদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন।
সভায় আরো বক্তব্য রাখেন, সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম চৌধুরী, শোশালিয়া মোশারফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, ফেনী সোনাগাজী গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বেল্লাল হোসেন, শিক্ষক আল-আমিন, স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন মনির হোসেন, ফয়েজ আহম্মদ প্রমুখ। সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২৫জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক শিক্ষক হাছান ভূঁইয়া। সভায় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবক সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
хороший
Сериалы
2079