চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জেএসডি নেতা মো. আবদুল্যাহ (ছোট খোকন) কে অভিনন্দন জানিয়েছেন চাটখিল উপজেলা জেএসডি।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডি সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাধারন সম্পাদক মো. শহীদ উল্যাহ, পৌর জেএসডি সভাপতি প্রফেসর দীন মোহাম্মদ, সাধারন সম্পাদক ফিরোজ আলম সহ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ আবদুল্যাহ খোকন কে অভিনন্দন জানিয়েছেন। এবং তাকে নির্বাচিত করায় শাহাপুর ইউনিয়নের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া জেএসডি নেতৃবৃন্দ চাটখিল উপজেলার সকল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সকল ওয়ার্ড মেম্বারদের অভিনন্দন জানিয়েছেন।
ровесник
Все сезон и серии
618
карточный домик сериал смотреть онлайн бесплатно в хорошем качестве