জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস চাটখিল ও সোনাইমুড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথভাবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে উভয় উপজেলার সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, চাটখিল প্রেস ক্লাব ও উভয় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহ্জ্ব জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোঃ আবদুন নূর দুলাল, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া সহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
পরে স্থানীয় সংসদ সদস্য সহ অতিথিবৃন্দ সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।