নোয়াখালীর চাটখিলের নবনির্বাচিত ইউ.পি চেয়ারম্যানদের বরণ ও শীত উৎসব পালন করেছে চাটখিল প্রেস ক্লাব। এই উপলক্ষ্যে প্রেস ক্লাব ভবনে গতকাল বুধবার রাতে এক আলোচনা সভা প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সাধারন সম্পাদক শোয়েব হোসেন ভুলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উজ্জল রায়, সমাজ সেবক সেলিম খাঁন, চাটখিল থানা ওসি মো. আবুল খায়ের, ওসি (তদন্ত) হুমায়ন কবির, নবনির্বাচিত ইউ.পি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, আলমগীর হোসেন, বাহার আলম মুন্সি, মেহেদী হাসান বাহালুল, হারুন অর রশিদ (বাহার) ও হাজী মানিক হোসেন।
সভায় নবনির্বাচিত চেয়ারম্যানরা তাদেরকে এভাবে বরণ করে নেওয়ায় প্রেস ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তাদের দায়িত্ব পালনে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রশাসন ও সাংবাদিকদের পক্ষ থেকে তাদের জনস্বার্থে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সভায় চাটখিল প্রেস ক্লাবের সাথে সম্পৃত্ত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রেস ক্লাবে শীত উৎসব পালনে নৈশ ভোজ করা হয়।
চাটখিলে নবনির্বাচিত ইউ.পি চেয়ারম্যানদের বরণ ও শীত উৎসব পালন
রিলেটেড আর্টিকেল
Смотреть
ведьмак 2 сезон смотреть онлайн