চাটখিলে গৃহহীন একটি পরিবার কে একটি ঘর ও ৪টি রিকশা চাটখিল প্রবাসী কিংস ফাউন্ডেশন ও একটিভ ফাউন্ডেশন যৌথ অর্থায়নে বিতরণ করে। গতকাল রোববার বিকেলে উপজেলার উত্তর নারায়নপুর ঈদগাঁও মাঠে গৃহহীন পরিবারকে একটি ঘর হস্তান্তর এবং দুজন অসহায় ব্যক্তির মাঝে দুটি রিকশা বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় উপজেলার বটতলা বাজারে আরো দুটি রিকশা দুজন ব্যক্তিকে প্রদান করা হয়। বিকেলে ঘর হস্তান্তর উপলক্ষে প্রবাসী কিংস ফাউন্ডেশনের সভাপতি তারেক আজিজ শিপনের সভাপতিত্বে এক আলোচনা সভা উত্তর নারায়নপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহি উদ্দিন হাছান, কেশুরবাগ দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আনোয়ার হোসেন রতন, দক্ষিণ ঘাটলাবাগ মহিলা মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্র নেতা ফরহাদ।
পরে সন্ধ্যায় বটতলা বাজারে আরো দুটি রিকশা প্রদান উপলক্ষে চাটখিল পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহজাহান খান বাবুলের সভাপতিত্বে বটতলা ঈদগাঁও মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
সভায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএমএ সভাপতি ডাঃ এম.এ নোমান, এস.এম বাকী বিল্লাহ, ৭নং পৌর ওয়ার্ড কমিশনার সালেহ আহমেদ সুমন, সাবেক ছাত্রনেতা রাজীব হোসেন রাজু প্রমুখ। সভা পরিচালনা করেন চাটখিল পৌরসভার সাবেক কমিশনার মমিনুল ইসলাম দুলাল। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, দৈনিক নয়া বঙ্গ বাজার পত্রিকার সম্পাদক নুর আলম সহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
569
нюанс
попасть в просак
форсировать
портфолио
Смотреть
1943
оборотень сериал 2011 2017