চাটখিল পৌর শহরের মধ্য সুন্দরপুর বড় বাড়ি মসজিদ গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। এউপলক্ষ্যে এক উদ্বোধনী সভা সমাজ সেবক মসজিদ প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী রফিক উল্যাহ মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আবু সাদেক সহ বিভিন্ন মসজিদের খতিবগণ বক্তব্য রাখেন। সভায় চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জেএসডি নেতা ফিরোজ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।