আসন্ন ০৫ জানুয়ারীর ইউ.পি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের পক্ষে গত ৬দিন ধরে নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চাটখিলের রামনারায়নপুর ও পরকোট ইউনিয়ন এবং সোনাইমুড়ি উপজেলার দেওটি ও চাষীরহাট ইউনিয়নে ওয়ার্ডে-ওয়ার্ডে গিয়ে নির্বাচনী সভা করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন।
চাটখিলে নেতাদের মধ্যে চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর ও জেলা কমিটির সদস্য সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর প্রমুখ উপস্থিত ছিলেন।
সোনাইমুড়িতে জাহাঙ্গীর আলমের সঙ্গে সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল বাকের সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।