নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া চাটখিলে যোগদানের পর থেকে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততা দেখে প্রশাসন- স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (০৬ জানুয়ারী) সন্ধ্যায় চাটখিল উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা প্রশাসন- স্বেচ্ছাসেবী সংগঠনের এক যৌথ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
সভায় উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে “বীরত্বগাঁথা” প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক দায়বদ্ধতা থেকে নাগরিকের কল্যাণে রাষ্ট্র ও সমাজের প্রয়োজনে যে কোন কর্মকান্ডে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন।