ষ্টাফ রির্পোটার:
আজ সোমবার (১৭জানুয়ারি) বিকেলে উপজেলা ইউ.আই.টি.আর.সি.ই কর্তৃক আয়োজিত উপজেলা ইউআইটিআরসি কার্যালয়ে ৬দিন ব্যাপি ৪র্থ ব্যাচের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা ইউআইটিআরসি প্রোগ্রামার মো.জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম মোসা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মফিজুল ইসলাম, সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনসারী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানগন উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা।
list of canadian online pharmacies discount ed drugs
метать бисер перед свиньями
266
шаниварвада индийский сериал
site