চাটখিলে ৫ মামলায় ৪ বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ও ১ কোটি টাকা অর্থদন্ডের পরোয়ানা ভুক্ত এক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মোঃ মোখলেছুর রহমান (৪০) উপজেলার ধন্যপুর গ্রামের নসা গাজী ব্যাপারী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। গ্রেফতারকৃত মোখলেছুর রহমান কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেন চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এসময় তিনি জানান, চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিআর ১৪৪/১৫, সিআর ১০১/১৯, সিআর ৯৯/১৯, সিআর ১৩৭/১৪ এবং সিআর ১৯৬/১৫ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মোখলেছুর রহমান কে সোনাইমুড়ী থেকে গ্রেফতার করে।