চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে ৩ মাদক সেবী সহ ৪জনকে আটক করে। এদের মধ্যে ৩জনকে বুধবার (১৬ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আফছারখিল হাজি বাড়ির নুরুল আমিনের ছেলে শামছুল আলম (৩০) ও ফজলুল করিম (২৮) প্রত্যেককে ১বছরের বিনাশ্রম ও ৫০টাকা করে ১০০টাকা অর্থদন্ড অনাদায়ী আরো ১মাসের কারাদন্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল রায়। অপর দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা’র ভ্রাম্যমান আদালত সাড়াশ পতিশ গ্রামের মিলন চন্দ্রপুরী কে ৫হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। অন্য জনকে পুলিশ ২৩৪ধারায় নোয়াখালী কোর্টে প্রেরন করে।
চাটখিলে ৩ মাদক সেবীর জেল ও জরিমানা
রিলেটেড আর্টিকেল
спасибо
вечность сериал смотреть онлайн бесплатно в хорошем качестве
лул и бриггс смотреть онлайн