স্টাফ রির্পোটার:
চাটখিল পৌর শহরে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর শহরের নুরুল আমিন পেট্রল পাম্প, নুর ফুড ও আল আমীন বেকারীর প্রত্যেকের ১০হাজার টাকা করে ৩০হাজার টাকা জরিমান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য মজুদ রাখা, লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়। এসময় বিএসটিআই কুমিল্লার ইন্সেপেক্টর লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।
скорпион сериал