চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ মাদকসেবী প্রকাশ্যে মাদক সেবনের দায়ে প্রত্যেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ২ মাদকসেবী ঐ ইউনিয়নের কুলশ্রী গ্রামের রবিউল হোসেন নাজিম (২০) ও রবিউল বাশার (৩০)। এসময় উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজাগুলো জনসম্মুখে পুলিশ পুঁড়িয়ে ধ্বংস করে। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এই দন্ডাদেশ প্রদান করেন।
চাটখিল থানার ওসি (তদন্ত) আবু জাফর জানান, ভ্রাম্যমান আদালতের আদেশের পরেই বুধবার রাতে দন্ডপ্রাপ্তদের থানা হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তাদেরকে নোয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে।
চাটখিলে ২ মাদকসেবীর কারাদন্ড
রিলেটেড আর্টিকেল