আজ বৃহস্পতিবার বিকেলে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের (উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র এবং ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র) ১৪জন এইচএসসি পরীক্ষার্থীকে চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বহিস্কার করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা জানান, ছাত্রের সাথে মোবাইল ফোন থাকায় তাদের বহিস্কার করা হয়েছে এবং মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।
клеить
Смотреть
острые козырьки сериал