নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট সাহেব আলী মেম্বারের পোলের গোড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় যুবকের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ পুলিশ মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উদ্ধার করেছে। উদ্ধারকৃত মরদেহ রামগঞ্জের দেবনগর গ্রামের লেদা মিয়া মেম্বার বাড়ির মো: সিরাজুল ইসলামের ছেলে মো: হাশেম (৩২)।
স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে রাতে ফসলি জমি থেকে ইট ভাটার মাটি নেওয়ার কাজে ব্যবহৃত হাইড্রোলিক পিকআপ গাড়ির চাপায় এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় নিহত যুবকের শরীরের ৭০ ভাগ রাস্তায় পিষিয়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে এসে যুবকের মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে থানা পুলিশ কে সংবাদ দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনা হাইড্রোলিক পিক-আপ গাড়িটির সন্ধান এখনও পাওয়া যায়নি।
এব্যাপারে লাশ উদ্ধারকারী থানার এসআই টিপু সুলতান জানান, নিহতের পরিবার মৃত্যুর সংবাদ পেয়ে থানায় ময়নাতদন্ত ব্যতিত লাশ দাফনের অনুমতি চাইলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।