পূর্বশিখা রিপোর্ট
নোয়াখালী চাটখিল উপজেলার দশঘরিয়া বাজারে সন্ত্রাসী হামলা চালিয়ে কলেজ ছাত্র হাবিব আদনান (২৬) ও আরিফ হোসেন (২০)কে গুরুতর আহত করে। এ-সময় সন্ত্রাসীরা হিরু তপাদারের দোকান ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এ ব্যাপারে হাবিব আদনান বাদী হয়ে গত রোববার রাতে ১১জন সহ আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানাযায় পূর্ব শত্রুতার জের ধরে গত শনিবার রাত ৯ টার সময় অহিদুল ইসলাম এর নেতৃত্বে ১৫/১৬ জনের একটি দল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দশঘরিয়া বাজারে হাবিব আদনান কে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
এসময় তাকে বাঁচাতে আরিফ হোসেন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে এবং চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে সন্ত্রাসীরা হিরু তপাদারের দোকান ভাংচুর করে প্রায় ৫০হাজার টাকার ক্ষতিসাধন করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
চাটখিল থানার এসআই ফারুক হোসেন জানান এই ব্যাপারে থানায় মামলা হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
дом2 ру свежие серии смотреть бесплатно онлайн в хорошем качестве