আলমগীর হোসেন হিরু:
নোয়াখালীর চাটখিল পৌর শহরের ভীমপুর মাসি ব্যাপারী বাড়ি সংলগ্ন (চাটখিল-রামগঞ্জ) সড়কের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে বালু ব্যবসা পরিচালনা করার দায়ে এক ব্যবসায়ীর ১০হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১০ মে) দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদন্ড আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সড়কে বালুর স্তুপ দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে সোহেল এন্ড ব্রাদার্সের মালিক বালু ব্যবসায়ী মো: সোহেল কে ১০ হাজার টাকা এবং ভীমপুর স্কুল ও চাটখিল কামিল মাদ্রাসা রোডে রাস্তা/ড্রেন দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় আলমগীর ট্রেডার্সকে ১হাজার টাকা সহ মোট ১১হাজার টাকা অর্থদন্ড আদায় এবং সেলিম ট্রেডার্স সহ অন্যান্য ব্যবসায়ীদের রাস্তা দখলমুক্ত রাখার নির্দেশনা দেয়া হয়।