নোয়াখালীর চাটখিল পৌরসভার ১নম্বর ফতেপুর ওয়ার্ডে ঐ ওয়ার্ডে শীতার্তদের মাঝে আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকালে ১৪০পিছ কম্বল বিতরন করা হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক (নাজ ফারুক) বাড়িতে কম্বল বিতরনকালে ১নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নুরে তাজ, স্থানীয় শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাউন্সিলর ওমর ফারুক জানান, তিনি সরকারিভাবে ৪০টি কম্বল পেয়েছেন। এলাকার শীতার্তদের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে আরো ১০০টি কম্বল ক্রয় করে এলাকার শীতার্তদের মাঝে ১৪০টি কম্বল বিতরন করেন।
go right here https://web-martianwallet.io/
несмотря ни на что